প্রকাশিত: Fri, Jun 16, 2023 8:51 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:45 AM
যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী ফেডারেল বিচারক নুসরাত
মোস্তাফিজুর রহমান: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের সিনেট ভোটের মাধ্যমে বাংলাদেশী বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে মার্কিন আদালতের ফেডারেল বিচারক হওয়ার অনন্য নজির গড়লেন নুসরাত। সকল ফেডারেল বিচারক সিনেটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন, যেখানে নুসরাত ৫০-৪৯ ভোটে নির্বাচিত হন। সূত্র: গার্ডিয়ান
২০২২ সালের জানুয়ারি মাসে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় বেশ কয়েকটি সামাজিক ও মুসলিম অধিকার সংস্থা। এই ঐতিহাসিক নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্য লাঘু হবে বলে মনে করছেন অনেকে। নুসরাতের ফেডারেল কোর্টের বিচারক পদে মনোনীত হওয়াকে স্বাগত জানিয়ে গত বছর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংস্থা সিনেটর ডিক ডারবিনের কাছে একটি চিঠি লিখেছিল। সংস্থাগুলো চিঠির মাধ্যমে বলেছিল, ‘নুসরাত যে নিউইয়র্কে দায়িত্ব পালন করবেন সেখানে বাংলাদেশি আমেরিকান ও মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করেন। নুসরাতের মনোনয়ন চূড়ান্ত হলে আদালতে ব্যক্তিগত এবং পেশাদারিত্বে বৈচিত্র আসবে। যা বিচারিক ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য এবং আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য খুবই প্রয়োজন।’ সূত্র: ঢাকা পোস্ট
নুসরাত চৌধুরী এর আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় শাখার আইনি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এটি একটি বিশিষ্ট মার্কিন নাগরিক স্বাধীনতা সংস্থা, যেখানে তিনি ফৌজদারি বিচার, পুলিশিং এবং মুসলিম সম্প্রদায়ের ওপর সরকারি নজরদারির মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রুপ মুসলিম অ্যাডভোকেসির নির্বাহী পরিচালক ওমর ফারাহ এক সংবাদ বিবৃতিতে বলেন, ‘আমাদের আইনি ব্যবস্থায় সব মানুষের সঙ্গে যেন ন্যায্য আচরণ করা হয়, তা নিশ্চিত করতে নুসরাত চৌধুরী নিজের কর্মজীবন উৎসর্গ করেছেন।’ সূত্র: ইত্তেফাক
এর আগে ২০২১ সালে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হওয়ার রেকর্ড গড়েন পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।
নুসরাতের ফেডারেল কোর্টের বিচারক হওয়ার ঘোষনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও মুসলিম অধিকার সংস্থাসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে